সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চক খাদুলী গ্রামের সড়কে নির্মিত ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সংযোগ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, উপজেলার চক খাদুলী গ্রামের সড়কে ২০১৭-১৮ অর্থবছরে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ ব্রিজটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে দুই ইউনিয়নের ১০-১২টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিশেষ উন্নয়ন ঘটে। বর্তমানে কাঁচা সড়কে কর্তৃপক্ষ ইটের সোলিং বিছালেও পাকা করা হয়নি সড়কটি। ফলে অতিবৃষ্টির কারণে ধসে পড়ছে ব্রিজের পাশের কাঁচা সংযোগ সড়ক। বর্ষাকালের শুরুতে কয়েক দিনের ভারি বর্ষণে ব্রিজটির উভয় পাশের সড়কের বেশ কিছু অংশ ধসে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য বাপ্পি বলেন, ব্রিজের দুই পাশের জায়গা নিচু হওয়ার কারণে বৃষ্টি হলেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। এলাকার মানুষের চলাচলের জন্য বিকল্প কোনো পথ নেই। তাই দ্রুত সংস্কার প্রয়োজন সড়কটির।
বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর লিটন বলেন, ভারি বৃষ্টিপাতে এমন দশা হয়েছে। এখন বর্ষাকাল চলছে। সড়কটির দুই পাশে অতিবৃষ্টি ও বন্যার পানি জমে ধসে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগকে জরুরি ভাবে অবহিত করে সড়কের ধসে যাওয়া অংশ মেরামত করা হবে।
উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, বর্ষা মৌসুমে উপজেলার নিচু এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।