comparemela.com


Anandabazar
India and Russia: কাবুলে শান্তি চায় ভারত-রুশ
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ১০ জুলাই ২০২১ ০৫:৫৭
— ছবি সংগৃহীত
আফগানিস্তান যখন তালিবানের জয়োল্লাসে কাঁপছে, রাশিয়ার মাটিতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সবিস্তার বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের শেষে যৌথ বিবৃতিও প্রকাশ করেছে দু’দেশ। জানানো হয়েছে, বৈঠকে অগ্রাধিকার পেয়েছে কাবুল পরিস্থিতি। ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, “দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। তবে সব চেয়ে গুরুত্ব পেয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি। আঞ্চলিক নিরাপত্তা ও সুস্থিতির জন্য আফগানিস্তানে শান্তি ফেরানো অত্যন্ত জরুরি। সেখানে হিংসা থামানো সব চেয়ে জরুরি কাজ।” বিদেশমন্ত্রীর কথায়, “আফগানিস্তানে শান্তি ফেরাতে হলে ভারত এবং রাশিয়াকে এক সঙ্গে কাজ করতে হবে। সে দেশে যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হয়েছে, তাকে নষ্ট হতে দেওয়া যাবে না। স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক আফগানিস্তানের প্রশ্নে আমরা দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ।”
পাশাপাশি সিরিয়া, লিবিয়া, ইরানের পরিস্থিতি নিয়েও দু’পক্ষের আলোচনা হয়েছে। এই এলাকাগুলির প্রতি ভারত ও রাশিয়া দু’পক্ষেরই আগ্রহ রয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, সবার স্বার্থেই এই এলাকাগুলিতে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা অত্যন্ত দরকার। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে রাশিয়ার সহায়ক ভূমিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছেন জয়শঙ্কর। বলেছেন, “স্পুটনিক টিকা তৈরির ক্ষেত্রে আমরা এখন রাশিয়ার অংশীদার। সেটা শুধু এই দু’টি দেশের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য ইতিবাচক একটি ঘটনা।” পাশাপাশি মহাকাশ, প্রতিরক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়েও কথা হয়েছে দুই নেতার মধ্যে।
Advertisement

Related Keywords

Afghanistan ,Libya ,Syria ,India ,Russia ,Iran ,Kabul ,Kabol , ,Afghanistan When Taliban ,Foreign Minister Sergei ,India Foreign Minister ,Regional Security ,For Afghanistan Peace ,Afghanistan Peace ,Democratic Afghanistan ,லிபியா ,சிரியா ,இந்தியா ,ரஷ்யா ,இரண் ,காபூல் ,வெளிநாட்டு அமைச்சர் செர்ஜி ,பிராந்திய பாதுகாப்பு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.