comparemela.com


ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Updated By: Jul 12, 2021, 09:39 AM IST
নিজস্ব প্রতিবেদন: গভীর রাতে হাওড়ায় অগ্নিকাণ্ড (Fire Mishap)। বাঁধাঘাট (Howrah Bandhaghat) এলাকার একটি তুলোর গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। সূত্রের খবর, রবিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। তুলো সামগ্রী মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী (Fire Brigade)। গুদামটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকলেও কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলেই জানা গিয়েছে।
বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। ক্ষয়ক্ষতিও প্রচুর হয়েছে। পুড়ে গিয়েছে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী। যদিও তৎপরতার সঙ্গে দমকলবাহিনী আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

Related Keywords

Delhi ,India ,Calcutta ,West Bengal , ,Lifestyle Health ,Fireman Law ,டெல்ஹி ,இந்தியா ,கால்குட்டா ,மேற்கு பெங்கல் ,வாழ்க்கை ஆரோக்கியம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.