হাইলাইটস
কলকাতায় দাম পড়ল 22 ক্যারট, 24 ক্যারট ও 22 ক্যারট সোনার।
দাম পড়েছে রুপোরও।
টানা দুদিন দামের পারদ নামল সোনার।
এই সময় ডিজিটাল ডেস্ক: দামের পারদ ফের নীচের দিকে। সপ্তাহ শেষের আগেই ফের একবার পড়ল সোনার দাম। গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় বদল এসেছিল সোনার দামে। আজ সেই জায়গা থেকেও নীচে নেমেছে দামের পারদ। পরপর দুদিন দাম কমায় কলকাতার নাগরিকদের মধ্যে খুশির হাওয়া। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও।
একনজরে দেখে নেওয়া যাক কলকাতায় কোন সোনা আজ কত…
24 ক্যারট সোনার গ্রাম প্রতি মূল্য বৃহস্পতিবার 4830 টাকা। প্রতি 10 গ্রামে মূল্য 48300 টাকা। গতকাল প্রতি গ্রামে মূল্য ছিল 4870 টাকা। প্রতি 10 গ্রামে মূল্য ছিল 48700 টাকা৷ অর্থাৎ গ্রাম প্রতি 40 টাকা এবং 10 গ্রামে 400 টাকা মূল্য হ্রাস পেয়েছে সোনার।
দামে হেরফের 22 ক্যারট সোনারও। বৃ্হস্পতিবার 22 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4585 টাকা। গতকাল প্রতি গ্রামে দাম ছিল 4620 টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ গ্রাম প্রতি 35 টাকা দাম হ্রাস পেয়েছে। প্রতি 10 গ্রামে দাম হ্রাসের হার 350 টাকা। গতকাল প্রতি 10 গ্রামে দাম ছিল 46200 টাকা। আজ প্রতি গ্রামে 35 টাকা ও 10 গ্রামে 350 টাকা দাম হ্রাস পেয়েছে।
দামে হেরফের 22 ক্যারট হলমার্কযুক্ত সোনারও। বুধবার প্রতি গ্রামে দাম ছিল 4690 টাকা। 24 ঘণ্টার মধ্যেই সেই দাম 4655 টাকায়। এক্ষেত্রেও গ্রাম প্রতি 35 টাকা ও 10 গ্রামে 350 টাকা দাম কমেছে সোনার।
তবে সোনার পাশাপাশি বড় চমক দিয়েছে রুপো। গতকাল প্রতি কেজিতে বেশ বৃদ্ধি পেয়েছিল রুপোর দাম। আজ সেই জায়গায় দাম হ্রাস পেয়েছে। গতকাল প্রতি কেজিতে রুপোর দাম ছিল 67700 টাকা। আজ প্রতি কেজিতে দাম হয়েছে 67500 টাকা। অর্থাৎ কেজি প্রতি গতকালের তুলনায় আজ 200 টাকা দাম হ্রাস পেয়েছে।
আপনি কি সোনা-রুপোর দাম কমায় খুশি? কমেন্ট করে জানান আমাদের। সোনা-রুপোর দামের নিয়মিত আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল ডেস্কের ব্যবসার পাতা।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন