ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে আরও এক, গ্রেফতার দেবাঞ্জনের অফিসের কর্মচারী
সিটি কলেজে ভুয়ো ক্যাম্প আয়োজনে ধৃতের ভূমিকা ছিল বলে অভিযোগ।
Updated By: Jul 3, 2021, 06:53 AM IST
নিজস্ব প্রতিবেদন: ভুয়ো টিকা কাণ্ডে পুলিসের জালে আরও এক। ধৃতের নাম ইন্দ্রজিৎ শাউ, বয়স ৪৬। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের অফিসের কর্মচারী ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আমহার্স্ট্র স্ট্রিট সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে দেবাঞ্জন দেবের পাশাপাশি, ধৃতেরও উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে আমহার্স্ট্র স্ট্রিট থানায় দায়ের হওয়া এফআইআর-এ ধৃত ইন্দ্রজিৎ শাউয়ের নাম ছিল। অনেক দিন ধরেই তার খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। শুক্রবার আগাম খবর পেয়ে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। সন্ধে সাড়ে ৫টা নাগাদ সেখান থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৭, ৪৭১, ৪৭৪, ৪১৯, ৪২০, ১৭০ এবং ১২০বি ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিসের অনুমান, ধৃতের মদতেই সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করেছিল প্রতারক দেবাঞ্জন দেব। এছাড়া, আর অন্য কোনও রহস্য রয়েছে কিনা, ধৃতকে জেরা করে সেই খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।