covid 19 west bengal school is open in balurghat
কোভিড নিষেধাজ্ঞা উড়িয়ে চলছে ক্লাস, বিতর্কে স্কুল কর্তৃপক্ষ
Souradip Samanta | Lipi | Updated: 29 Jul 2021, 09:27:00 AM
Subscribe
করোনা (Covid 19) আবহে বাংলায় (Westbengal) বন্ধ রয়েছে স্কুল। কিন্তু, সরকারি নির্দেশিকা না মেনেই খুদেদের নিয়ে চলছে ক্লাস। বিতর্কে বালুরঘাটের স্কুল। একই বেঞ্চে পাশাপাশি বসে ক্লাস করছে খুদেরা।
হাইলাইটস
সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে স্কুল
কোভিড বিধি উপেক্ষা করেই একই বেঞ্চে পাশাপাশি বসে ক্লাস করছে খুদেরা
দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের ঘটনা
এই সময় ডিজিটাল ডেস্ক : করোনা মহামারীর (Covid 19) জেরে খুদেদের সংক্রমণ এড়াতে গত বছর থেকেই রাজ্যের সমস্ত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুল বন্ধ। অথচ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে দেখা গেল উল্টো ছবি। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে স্কুল। কোভিড বিধি উপেক্ষা করেই একই বেঞ্চে পাশাপাশি বসে ক্লাস করছে খুদেরা।
বুধবার খবরটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা প্রশাসনে। সরকারি নির্দেশ ছাড়া কীভাবে এই স্কুল চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।খুদেদের নিয়ে ক্লাস চালানোর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের কলেজ মোড় সংলগ্ন এলাকার বেসরকারি স্কুল অভিযাত্রী শিশু বিদ্যা নিকেতনে। এদিন অভিযাত্রী শিশু বিদ্যা নিকেতন স্কুলে গিয়ে দেখা যায়, দুটি ক্লাসরুমে খুদে শিশুদের ক্লাস চলছে। অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা রূপালি সাহাও। সরকারি নির্দেশ না মেনে কীভাবে স্কুল চলছে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।
রূপালি সাহার সাফাই, ‘অভিভাবকদের চাপে পড়েই স্কুল খোলা হয়েছে। শিশুদের ক্লাস চলছে।’ অভিভাবকদের চাপ থাকলেও স্কুল খোলার বিষয়ে প্রশাসনের অনুমতি রয়েছে কিনা সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। প্রধান শিক্ষিকার কথায়, ‘প্রশাসনের অনুমতির বিষয়টি আমার স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে।’
এদিকে, সংবাদমাধ্যমের কর্মীদের দেখেই বেপাত্তা হয়ে গিয়েছেন স্কুলের আধিকারিকরা। তবে কেবল স্কুল কর্তৃপক্ষের উপর দায় চাপিয়েই কি প্রধান শিক্ষিকা দায় এড়াতে পারেন? যখন করোনার তৃতীয় ঢেউ আসন্ন, শিশুদের সংক্রমণের সম্ভাবনা বেশি বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা, তখন প্রশাসনিক অনুমতির বিষয়ে কিছু না জেনে প্রধান শিক্ষিকা হয়ে রূপালি সাহা কীভাবে স্কুল চালাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।অন্যদিকে, সদর শহরে শিশুদের স্কুল চলার বিষয়ে কিছুই জানেন না দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বিবেক কুমার। কার্যত এ বিষয়ে অন্ধকারে জেলা প্রশাসন থেকে জেলা শিক্ষা দফতর। তবে এদিন স্কুল চলার খবরটি শুনে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন