comparemela.com


Anandabazar
Pegasus Spyware: পেগাসাস-কাণ্ডে বিক্ষোভ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৩ জুলাই ২০২১ ০৭:৪৮
পেগাসাস-কাণ্ডে রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ।
নিজস্ব চিত্র
আড়িপাতা-কাণ্ডে রাজভবনের সামনে বিক্ষোভে নামল কংগ্রেস। দলের হাইকম্যান্ডের নির্দেশে কংগ্রেস বৃহস্পতিবার দেশ জুড়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি নিয়েছিল। প্রদেশ কংগ্রেসের তরফে এ দিন কলকাতার প্রতিবাদের দায়িত্ব দেওয়া হয়েছিল মধ্য ও উত্তর কলকাতা জেলা কংগ্রেসকে। পেগাসাস-কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গড়ে তদন্ত ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে রাজভবনের সামনে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতা-কর্মীরা। ছিলেন মধ্য ও উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল, রানা রায়চৌধুরীরা। বিপুল সংখ্যক পুলিশ অবশ্য মোতায়েন ছিল বিক্ষোভ মোকাবিলায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে, বেশ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। এআইসিসি-র নির্দেশেই আজ, শুক্রবার সব রাজ্যে পেগাসাস-কাণ্ডের প্রতিবাদে সরব হবেন প্রদেশ কংগ্রেস নেতারা।
Advertisement

Related Keywords

Calcutta ,West Bengal ,India ,Amit Shah ,Congress Thursday Country Central The Government ,Province Congress ,A Calcutta District Congress ,Congress Thursday Country Central ,Calcutta District Congress ,Central Minister Amit Shah ,Calcutta District Congress President Suman ,கால்குட்டா ,மேற்கு பெங்கல் ,இந்தியா ,அமித் ஷா ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.