comparemela.com


এবার হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী আটক
Published : Tuesday, 3 August, 2021 at 12:02 PM, Count : 226
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।’
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দীর্ঘ চার ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের একটি টিম। পরে শুক্রবার তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সে মামলায় শুক্রবার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে সে মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।

Related Keywords

Hagar Khatun ,Imran Khan ,Court Her ,Helena Jahangir Ii Associate ,Helena Jahangir ,Associate Hagar Khatun ,May Imran Khan ,Friday Her ,Digital Security Act ,Friday Court Her ,இம்ரான் காந் ,நீதிமன்றம் அவள் ,ஹெலினா ஜஹாங்கிர் ,வெள்ளி அவள் ,டிஜிட்டல் பாதுகாப்பு நாடகம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.