comparemela.com


114
Published : Sunday, 4 July, 2021 at 1:42 PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানো বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ।
রবিবার (৪ জুলাই) দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম।  
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ আরও অনেকে।
 

Related Keywords

India ,Ashraful Alam Lytton ,Jewel Imran ,Sheikh Hasina , ,For Mango ,Prime Minister ,India Narendra Modi ,West Bengal ,Banerjee For ,Prime Minister Sheikh Hasina ,Sunday Enterprise ,Rajshahi Land ,Secretary Political ,Mango Laden ,Mayor Ashraful Alam Lytton ,Sharsha Upazila ,Alif Reza ,Rajshahi Port Deputy Director ,இந்தியா ,ஷேக் ஹசினா ,ப்ரைம் அமைச்சர் ,இந்தியா நரேந்திர மோடி ,மேற்கு பெங்கல் ,ப்ரைம் அமைச்சர் ஷேக் ஹசினா ,செயலாளர் பொலிடிகல் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.