comparemela.com


87
এবার মোহামেডানের বিপক্ষে জিততে চায় আবাহনী
Published : Sunday, 27 June, 2021 at 12:52 PM
কুমিল্লাতে দু’বার এগিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে জিততে পারেনি আবাহনী। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল ২-২ গোলে। প্রিমিয়ার ফুটবল লিগে ফিরতি পর্বে আবারও দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে।  রবিবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি অবশ্য এবার জিততেই চাইছে আবাহনী।
এমনিতে দুইদলের জন্য লিগ শিরোপা জয়ের স্বপ্নটা আগেই ফিকে হয়ে গেছে। বসুন্ধরা কিংস ১৬ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে অনেক এগিয়ে আছে। সেখানে আবাহনীর অবস্থান ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। বসুন্ধরা যদি প্রচুর পয়েন্ট নষ্ট করে তাহলেই আবাহনীসহ অন্য ক্লাবগুলোর ভাগ্য খুলে যেতে পারে। তবে সব ছাপিয়ে এই ম্যাচটি আগের মতো মর্যাদার লড়াই বললেও ভুল হবে না।
উত্তেজনার রেশ থাকুক বা নাই থাকুক। মাঠের লড়াইয়ে কেউ কাউকে নাহি ছাড়ি অবস্থা! ঠিক এই কারণেই নিজেদের কাজ সেরে রাখতে চাইছে আবাহনী। কিন্তু এই ম্যাচের আগে পূর্ণাঙ্গ দল যে পাচ্ছেন না পর্তুগিজ কোচ মারিও লেমস। সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও সোহেল রানা চোট নিয়ে আগেই ছিটকে গেছেন। নিয়মিত একাদশের খেলোয়াড় ছাড়াই লড়াই করতে হবে আকাশি-নীল জার্সিধারীদের।
তাই কিছুটা চিন্তার ভাঁজ লেমসের কপালে। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তিনজনই আমার দলের অন্যতম ভরসা। কিন্তু চোটের কারণে এই ম্যাচে তারা নেই। এখন অন্যদের সুযোগ দিতে হবে। আশা করছি, দল ভালো খেলবে। সমর্থকদের হতাশ করবে না।’
আবাহনীর বড় শক্তি হলো চার বিদেশি- মাসিহ সাইগানি, রাফায়েল অগাস্তো, কেরভেন্স বেলফোর্ট ও সানডে। এরা সবাই পুরোপুরি ফিট আছেন। প্রতিটি পজিশনে স্থানীয়দের পাশাপাশি বিদেশিরা নিজেদের সেরা দিতে পারলে ইতিবাচক কিছু সম্ভব মনে করেন লেমস, ‘এর আগে কুমিল্লাতে অগাস্তো পুরোপুরি ফিট ছিল না। এখন তো অগাস্তো সহ সবার ফিটনেস ভালো অবস্থানে আছে। যদিও মোহামেডান ভালো দল। তাদের বিদেশি সংগ্রহও ভালো। আমার মনে হয় লড়াই হবে। তবে আমরা তিন পয়েন্টের জন্য লড়াই করবো।’
মোহামেডান স্পোর্টিংয়ে অবশ্য চোট সমস্যা সেভাবে নেই। তবে করোনার হানায় তারা কিছুটা বিপর্যস্ত। এরই মধ্যে অস্ট্রেলিয়ান কোচ শন লেন সহ অনেকেই সুস্থ হয়েছেন। এর পরেও লেন এই ডার্বি ম্যাচের জন্য প্রস্তুত, ‘করোনা সমস্যা আমাদের রয়ে গেছে। তারপরেও মাঠে নামার জন্য আমরা প্রস্তুত। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে লড়াই করবো। ম্যাচ জেতার জন্যই মাঠে নামবো আমরা।’
এই দলের অন্যতম তারকা সোলেমানে দিয়াবাতে। প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে ২ গোল দিয়েছিলেন মালির এই স্ট্রাইকার। এবারও তার ওপর সাদা-কালোদের আস্থা। সব মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি যে রোমাঞ্চ ছড়াবে, সেটির ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

Related Keywords

Australia ,Portugal ,Santiago ,Regióetropolitana ,Chile ,Mali ,Portuguese ,Australian ,Saad Ahmed ,Sohail Rana ,National Stadium ,For League ,Shawn Lane ,এব র ,ম হ ড ন র ,ব পক ষ ,জ তত ,চ য় ,আব হন ,ஆஸ்திரேலியா ,போர்சுகல் ,ஸ்யாஂடியாகொ ,சிலி ,மாலி ,போர்சுகீஸ் ,ஆஸ்திரேலிய ,ஶ்ல் ராணா ,தேசிய அரங்கம் ,க்கு லீக் ,ஷான் சந்து ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.