comparemela.com


185
Published : Sunday, 27 June, 2021 at 2:44 PM
বলিউড বাদশাহ শাহরুখ খান বলিউডে পা রেখেই তাক লাগিয়ে দেন। একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন কেড়ে নেন। দুই যুগেরও বেশি সময় বলিউড ইন্ড্রাস্ট্রিতে নিজের আধিপত্য ধরে রাখেন এই নায়ক।
৫০-পেরিয়েও এভারগ্রিন শাহরুখ। আজও তার কদর কমেনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন মজার তথ্য। পরিবারের দেওয়া তার নাম ছিল আবদুর রহমান। বলিউডে পা দিয়ে শাহরুখ খান নাম ধারন করে ইন্ড্রাস্ট্রিতে রাজত্ব করেন দুই দশকেরও বেশি সময়।
ভারতের গণমাধ্যমের খবর, ছোটপর্দায় অনুপম খেরের চ্যাট শোয়ে হাজির হয়ে নামবদলের ইতিহাস জানান শাহরুখ নিজেই।
ছোটবেলায় শাহরুখের নাম ঠিক করা হয়েছিল আবদুর রহমান। ওই নাম রেখেছিলেন শাহরুখের দিদা। কিন্তু শেষ পর্যন্ত কোথাও নথিভুক্ত করা হয়নি ওই নাম। নায়কের বাবা মীর তাজ মোহম্মদ তার সন্তানের নাম 'শাহরুখ' রাখবে বলেই ঠিক করেছিলেন এবং সেটাই রাখেন।
'শাহরুখ' নামের অর্থ যে রাজপুত্রের মতো মুখ সেকথাও জানিয়েছিলেন তিনি। এই 'নাম' প্রসঙ্গে মজা করে 'বাদশাহ' আরও বলেছিলেন তিনি ভীষণ খুশি দিদার দেওয়া নামটি যে তার ওপর বসেনি।
বলিউড নায়কের মজার যুক্তি, 'বাজিগর' সিনেমায় নায়কের নাম হিসেবে আবদুর রহমান হিসেবে সেটা মোটেই জুতসই বা শ্রুতিমধুর হতো না।
ওই শোয়ে আড্ডার ফাঁকে সঞ্চালক অনুপম মজা করেই শাহরুখকে জিজ্ঞেস করেন, 'আবদুর রহমান' নামের কোনও ব্যক্তিকে চেনেন কি না?
মুচকি হেসে শাহরুখ তখন জবাব দেন, ‘না, আমি এরকম নামের কাউকে চিনি না। তবে ছোটবেলায় আমার নামই আবদুর রহমান রাখা হয়েছিল! আর এই কান্ডটি করেছিলেন আমার দিদা।' এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, তার দিদা নাকি তাকে অনুরোধ-অনুনয়ও করতেন যে ওই নামটি ব্যবহার করতে।
শাহরুখের কথায়, 'আমার মোটেই পছন্দ ছিল না ওই নাম। শুনতেই কেমন অদ্ভুত লাগত। ততদিনে সেই নাম আমার কাজিনদের কানে কীভাবে যেন পৌঁছে গিয়েছিল। সুযোগ পেলেই আমাকে ক্ষ্যাপাত তারা। ছড়া কাটত।'
নাম নিয়ে শাহরুখ আরও বলেন, 'আমার নামের মানে যদিও রাজপুত্রের মতো মুখ, তবে নিজেকে আয়নায় দেখে সেটা আমি একটু অদলবদল করে নিয়েছি। আমি এখন নিজের নামের অর্থ হিসেবে বলি প্রিন্স চার্লসের মতো আমার মুখ। ওর মতো আমার নাকও বেশ বড় তো। এই আর কি!'

Related Keywords

India ,Mir Taj Mohammad ,A Shahrukh Khan , ,Shahrukh Khan ,Her Name ,Abdul Baby ,Shahrukh Khan Name ,Khan Name ,Mir Taj Mohammad Her ,How May ,Jakarta Prince Charles ,য ভ ব ,আবদ র ,রহম ন ,থ ক ,শ হর খ ,খ ন ,হল ন ,இந்தியா ,மீர் தாஜ் முகமது ,ஷாருக் காந் ,அவள் பெயர் ,எப்படி இருக்கலாம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.