comparemela.com


101
রিজার্ভের অর্থে পায়রা বন্দর ড্রেজিংয়ে প্রথম প্রকল্প চুক্তি
Published : Sunday, 13 June, 2021 at 6:49 PM
দেশের রিজার্ভের অর্থ ব্যবহার করে প্রথমবারের মতো বাস্তবায়ন করা হবে ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং’  প্রকল্প। এজন্য ৪ হাজার ৯৫০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি জেন ডি নুল  (জেডিএন) এর সঙ্গে। 
রোববার রাজধানীর রেডিসন ব্লু– হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল এবং ড্রেজিং কোম্পানির পক্ষে প্রকল্প পরিচালক জ্যাং ওয়েল। ৩৪ মাসের জন্য এ চুক্তিটি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহম্মদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জ্বল হোসেন ভুইয়া, সভাপতিত্ব করেন নৌপরিবহন সচিব মেজবা উদ্দিন চেধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডোর হুমায়ুন কল্লোল।
প্রধান অতিথির বক্তব্যে পলিকল্পনামন্ত্রী বলেন, আমরা বুভূক্ষ জাতি নই। আমাদের সম্পদ আছে, সম্পদের কোনও অভাব নেই। যেটার অভাব মাঝে মাঝে হয় সেটি হচ্ছে সততা, দায়বদ্ধতা ও জাতির প্রতি দায়িত্বশীলতার অভাব। আমাদের মাটির দিকে তাকাতে হবে। নিজেদের নদী-নালা, খাল বিল, পাহাড় সবই নিজেদের আয়ত্বে আনতে হবে। বহিরাগত চিন্তার দরকার নেই। প্রধানমন্ত্রী পায়রা নামটি দিয়েছেন। বঙ্গবন্ধুর মতোই তার ক্ষিপ্রভা, সময়ের শক্তি, জ্ঞান বিজ্ঞানের শক্তি কাজে লাগিয়ে বাঙালিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার।
বিশেষ অতিথির বক্তব্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রিজার্ভের অর্থে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রথম বাস্তবায়ন হবে। এটি ঐতিহাসিক বিষয়। প্রধানমন্ত্রী যে পেশার স্বাধীনতা দিয়েছেন তারই একটি উদাহরণ হচ্ছে আজকের চুক্তি। এই বন্দরটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে তুলে ধরেন। 
প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামীতে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে কাজ করে যাবো। দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ফলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

Related Keywords

Rabnabad ,Barisal ,Bangladesh ,Belgium ,Ahmed Kaikaus ,Hussain Bhuiyan ,Company Jane ,Us Charity ,Port Rabnabad ,Radisson Blue ,Port Chairman Commodore Humayun Delight ,Jang Well ,Prime Minister Main Secretary ,Prime Minister Office Secretary Hussain Bhuiyan ,Shipping Secretary ,Canal Bill ,Prime Minister ,Rahman As Her ,Shipping Ministry ,র জ ভ ,অর থ ,প য়র ,বন দর ,ড র জ য় ,প রথম ,প রকল ,চ ক ত ,பாரிசல் ,பங்களாதேஷ் ,பெல்ஜியம் ,ஹுசைன் பூயான் ,ரேடிசன் நீலம் ,கப்பல் போக்குவரத்து செயலாளர் ,கால்வாய் ர சி து ,ப்ரைம் அமைச்சர் ,கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.