যাহ, উইন্টার শেষ হয়ে গেল! প্রতিবছর শীতের শুরুতে ভাবি জম্পেশ কিছু ছবি তুলব। গ্রামীণ এলাকায় থাকি… উঁচু-নিচু খোলা মাঠ, ফার্ম হাউজ, গাছপালা নিয়ে দারুণ সব স্নো-স্কেপ মাথায় আসে। কিন্তু দুঃখজনক ভাবে সেসব ছবি মাথাতেই থেকে যায়। আলসেমির কারণে আর ঠান্ডার ভয়ে ফটোওয়াক তেমন একটা হয়ে ওঠে না। এবারো একই ঘটনা! আসলে বরফের মধ্যে ছবি তোলার ঝামেলাও অনেক।