comparemela.com


মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার উদ্যোগ চলমান: ফখরুল
রবিবার, ২৭ জুন ২০২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের মতোই আছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে দলীয় উদ্যোগ চলমান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সি ইজ ফিলিং বেটার। তিনি আগের মতোই আছেন।’ তিনি বলেন, ‘প্রত্যেকদিন ওনার (খালেদা জিয়া) চেক আপ হয়। টিম অব ডক্টরস আছেন। ডা. এ এফ এম সিদ্দিকী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সাহেব রাতে গিয়ে চেক আপ করেন। সপ্তাহে একদিন করে এখন পুরো টিম তাকে দেখবেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়টি (দলের উদ্যোগ) অন আছে। এই বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।’
গত ১৯ জুন রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসার পর খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন। এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকার কারণে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
গত ১০ এপ্রিল গুলশানের বাসায় করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। সেখানেই তার চিকিৎসা হয়। পরে পোস্ট কভিড জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
শেয়ার করুন:
আরও পড়ুন

Related Keywords

April Gulshan ,Mirza Fakhrul Islam Alamgir ,Team Ab Doctors ,Outdoor Zia Political Office ,Outdoor Zia ,Outdoor Zia Body State ,For Outdoor Zia ,Bashundhara Hospital ,Outdoor Zia Her Gulshan ,Her Medical ,April Akbar Hospital ,மியர்ஸ ஃபக்ருல் இஸ்லாம் அளகிற் ,பாஸுந்தர மருத்துவமனை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.