‘অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে
জ্যেষ্ঠ প্রতিবেদক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2021 02:17 PM BdST
Updated: 30 Jul 2021 02:17 PM BdST
আওয়ামী লীগে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাড়ি থেকে আটক করে নিয়ে যায় র্যাব।
আওয়ামী লীগে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে ‘অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগ আনছে র্যাব।
");
}
বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে র্যাব আটক করে। পরে মিরপুরে হেলেনার মালিকানাধীন জয়যাত্রা আইপিটিভির কার্যালয় এবং জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালায় র্যাব।
রাতের অভিযান শেষে হেলেনাকে আটকের কারণ জানতে চাইলে
তার বাসায় ‘মদ, হরিণের
চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ
বেশ কিছু অবৈধ সরঞ্জাম’ পাওয়ার কথা বলেছিলেন র্যাবের
অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।
আর মিরপুরে জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা
ফাউন্ডেশন ভবনেও অভিযানের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বলেছিলেন, জয়যাত্রা টিভির ‘কোনো বৈধ কাগজপত্র ছিল না’।
শুক্রবার দুপুরে র্যাবের এক বার্তায় বলা হয়, “ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার,
অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ
সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে” হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে র্যাবের
পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি আলোচনায় উঠে আসা হেলেনা
জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে
বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান শুরু করে র্যাব।
পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে
নিয়ে যাওয়ার সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।”
রাত সোয়া ১২টার দিকে পাঁচ তলা ওই
বাড়িতে নিজের ফ্ল্যাট থেকে হেলেনা জাহাঙ্গীর যখন র্যাব সদস্যদের সঙ্গে বেরিয়ে
আসেন, তার মুখে ছিল
মাস্ক। পরনে ছিল বেগুনি রঙের জামা ও হলুদ ওড়না।
তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের
উদ্দেশে দুবার হাত নাড়েন। এসময় তিনি কিছু বলতে চাইলেও সেই সুযোগ পাননি। র্যাব
সদস্যরা তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এসময় একটি ট্রেতে করে কিছু ছুরি
এবং লাল একটি লাগেজও র্যাব সদস্যদের নিয়ে যেতে দেখা যায়।