কুড়িগ্রাম প্রতিনিধি,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2021 11:20 AM BdST
Updated: 29 Jul 2021 11:20 AM BdST
ভারতে যাওয়ার চেষ্টার সময় কুড়িগ্রামে নয় রোহিঙ্গা আটক হয়েছে; যাদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
");
}
জেলার ভূরুঙ্গামারী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, বুধবার রাত ৮টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাচুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
“তাদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছে।”
আটককৃতদের মধ্যে চার শিশু, দুই কিশোর, এক কিশোরী, একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের বয়স তিন বছর থেকে ৫০ বছরের মধ্যে
বলে জানান ওসি।
ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বলেন, “এই রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া শরণার্থী
শিবির থেকে দালালের মাধ্যমে
ভারতে যাওয়ার চেষ্টা করছিল। সলিম মিয়া নামে এক দালালের সঙ্গে তাদের ভারতে পাঁচার করার চুক্তি হয়েছিল।”
';
adv2 = '
';
if(plength >=12){
position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`;
position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`;
//console.log("plength greater or equal 12: "+plength);
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(imglength > 10){
position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`;
position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`;
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(plength ul > li:nth-of-type(${parseInt(imglength/2)})`;
$(adv).insertAfter(position);