comparemela.com


মেহেরপুরে ঈদের সকালে রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’
 
মেহেরপুর প্রতিনিধি, 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2021 10:48 AM BdST
Updated: 21 Jul 2021 11:03 AM BdST
মেহেরপুরে ঈদের সকালে রাইফেলের গুলিতে এক পুলিশ কনস্টেবল ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
");
}
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, বুধবার ভোরে মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে ওসি হাশেম বলেন, “সাইফুলের কাছে সার্ভিস রাইফেল ছিল। দেখে মনে হয়েছে, সাইফুল সেই রাইফেল ঠেকিয়ে নিজের মাথায় গুলি করেন।”
গুলির শব্দ শুনে ফাঁড়ির অন্য সদস্যরা গিয়ে মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, “সাইফুল পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সাইফুলের মরদেহ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান ওসি।
সাইফুলের স্ত্রী ফরিদা খাতুন বলেন, ‘সাইফুলের কর্মব্যস্ততার কারণে’ পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ কম হত।
“তাছাড়া পরিবার নিয়ে নানান দুশ্চিন্তা ছিল। তবে কেন এভাবে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করল তা জানি না। ঘটনার পরপরই পুলিশ মৃত্যুর খবর দেয় আমাকে।”
সাইফুলের সহকর্মীরা জানান, করোনাভাইরাস মহামারীতে দায়িত্বের চাপ বেড়েছে। তার ওপর পরিবারের সঙ্গে অনেক দিন দেখা-সাক্ষাতের সুযোগ হচ্ছিল না তার। সাইফুল কম কথা বলতেন। তাকে মাঝেমধ্যেই হতাশাগ্রস্ত বলে মনে হত। তবে তিনি এমন পথ বেছে নিতে পারেন, তা কেউ ধারণা করতে পারেননি।
 
';
adv2 = '
';
if(plength >=12){
position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`;
position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`;
//console.log("plength greater or equal 12: "+plength);
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(imglength > 10){
position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`;
position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`;
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(plength ul > li:nth-of-type(${parseInt(imglength/2)})`;
$(adv).insertAfter(position);

Related Keywords

Ratanpur ,Bangladesh General ,Bangladesh ,Abdul Hashem ,Casio Islam Kushtia ,Farida Khatun ,Ratanpur Police Camp ,Casio ,Casio Islam Kushtia District ,Casio Family ,Nadia Headquarters Hospital ,ரதண்புர் ,பங்களாதேஷ் ,அப்துல் ஹாஷேம் ,பாரிட கடுங் ,கேசியோ ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.