বিজয় দে (১৬), বাগেরহাট
Published:
2021-06-27 14:53:11.0 BdST
Updated: 2021-06-27 15:44:47.0 BdST
শিশু কিশোরদের কাছে বৃষ্টি আর ফুটবল এই দুটোর মেলবন্ধন বোধ করি স্বর্গীয়। বৃষ্টিতে ফুটবল নিয়ে তাদের মাঠে ছুটে যাওয়ার দৃশ্য দেখে আমার এমনটাই মনে হয়।
আমাদের
দেশের জন্য এটি খুবই সাধারণ একটি দৃশ্য। বাংলাদেশের গ্রামাঞ্চলে এই চিত্র নতুন নয়,
শহরেও খোলা জায়গাগুলোতে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার দৃশ্য এখনো চোখে পড়ে। শুধু কি শিশু কিশোর? বড়দেরও বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে দেখা যায়।
বাগেরহাটের
গোটাপাড়া ইউনিয়নের একটি মাঠে কয়েকজন কিশোরকে বৃষ্টির পর ফুটবল খেলতে দেখে মনে হলো ওদের
একটি ভিডিও চিত্র ধারণ করি।
খেলতে
আসা এক শিশুর সঙ্গে আমার কথা হলো। জানাল, স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক অবসর পাচ্ছে তারা।
তাই রোজ এই মাঠে খেলতে আসে। তবে বৃষ্টি হলে খেলার আনন্দ আরো বেড়ে যায়। বৃষ্টিতেই নাকি
ফুটবল খেলতে বেশি আনন্দ।
আরেক
শিশু বলে, বৃষ্টি না থাকলেও প্রতিদিনই এ মাঠে তারা দুই ঘণ্টা খেলাধুলা করে। ২০-২৫ জন
শিশু এখানে খেলাধুলা করে।
অভিভাবকরাও
মনে করেন শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
বরকত উল্লাহ নামে একজন অভিভাবক
হ্যালোকে বলেন, “বাচ্চারা
যাতে খেলাধুলা করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। খেলাধুলায় ব্যস্ত থাকলে তারা
অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারে। তাদের শরীর সুস্থ রাখতেও খেলাধুলা
করা প্রয়োজন।