যশোর প্রতিনিধি,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2021 03:26 PM BdST
Updated: 27 Jun 2021 08:00 PM BdST
যশোর যশোর সদর উপজেলায় প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছে।
");
}
যশোরের চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ রোকিবুজ্জামান জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলী ধোপাখোলা এলাকায় বেনাপোল সড়কে এ দুর্ঘটনায় নিহতরা সবাই প্রাইভেটকার আরোহী ছিলেন।
নিহত দুজনসহ এক আহতের পরিচয় পাওয়া গেছে। নিহত প্রাইভেট কার চালক রাফসান চৌধুরী সাদনাম (৩০) এবং অপরজনের নাম নাইম (৩০)। এছাড়া আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৪০)।
তাদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বলে আহত শাহাবুদ্দিন (৪০) জানিয়েছেন।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিনুর রহমান সাগর জানান, হতাহতরা অধিকাংশই যুবদল ও ছাত্রদল করেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিহত সাদনাম চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর ছেলে।
রোকিবুজ্জামান বলেন, বেনাপোলমুখী প্রাইভেটকারটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় তিনজন। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে একজনের মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক অভিজিৎ রায় জানান, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনা ব্যক্তিদের মৃত্যু হয়েছে। আর আহত ব্যক্তির মাথায় ও হাতের কুনুইয়ে আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
ঘটনাস্থলে হতাহতদের সঙ্গে একটি ব্যাগে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তি পুলিশকে জানান, নিহত নাইম তার ছোট বোনের স্বামী। তাদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার ওয়াজিদিয়া গ্রামে।
আর ঘটনাস্থলে নিহত রাফসানকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিশ্চিত করে যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিনুর রহমান সাগর বলেন, গাড়িটি রাফসানই চালাচ্ছিলেন।
যশোর-বেনাপোল সড়কের নাভারণ হাইওয়ে থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
আরও খবর জানতে ক্লিক করুন :
';
adv2 = '
';
if(plength >=12){
position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`;
position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`;
//console.log("plength greater or equal 12: "+plength);
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(imglength > 10){
position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`;
position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`;
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(plength ul > li:nth-of-type(${parseInt(imglength/2)})`;
$(adv).insertAfter(position);