খালেদা জিয়ার জন্য বিএনপির উদ্যোগ ‘সচল’ রয়েছে: ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2021 03:55 PM BdST
Updated: 27 Jun 2021 03:55 PM BdST
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
");
}
রোববার গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই বিষয়টা (দলের উদ্যোগ) অন আছে। এই বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।”
বিএনপি নেতারা বলে আসছেন, তাদের চেয়ারপারসন হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরে গেলেও তার অবস্থা ‘ভালো নয়’।
খালেদা জিয়ার অবস্থা এখন কেমন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “শি ইজ ফিলিং বেটার। প্রত্যেক দিন উনার চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন, যারা চেকআপ করেন।”
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়; শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এরপর থেকে তিনি গুলশানের বাসাতেই ছিলেন।
গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৭ এপ্রিল বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা।
এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চেয়েছিল তার পরিবার। কিন্তু খালেদা সরকারের নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্ত থাকায় তার বিদেশে যাওয়ার ‘আইনি সুযোগ নেই’ বলে সরকার জানিয়ে দেয়।
হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১৯ জুন গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
তাকে‘উন্নত চিকিৎসার জন্য’ বিদেশে নেওয়ার অনুমতি দিতে গত ২০ জুন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে আবারও সরকারের কাছে দাবি জানানো হয়।
';
adv2 = '
';
if(plength >=12){
position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`;
position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`;
//console.log("plength greater or equal 12: "+plength);
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(imglength > 10){
position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`;
position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`;
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(plength ul > li:nth-of-type(${parseInt(imglength/2)})`;
$(adv).insertAfter(position);
dfpHead1();