শেরপুর প্রতিনিধি
দেশব্যাপী নির্যাতিত নারী ও শিশুদের সহায়তার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত নারী নির্যাতন প্রতিরোধে সহয়তা মাল্টিসেক্টরাল প্রকল্প 'ওয়ান-স্টপ ক্রাইসিস সেল'(ওসিসি)।
এই প্রকল্পের অধীনে শেরপুর জেলা সদর হাসপাতালে এর কার্যক্রম চলমান আছে। নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে আগত নারী ও শিশুদের নানামুখী জরুরি সেবা দিয়ে যাচ্ছে শেরপুরের এই প্রকল্প।
বিনামূল্যে অসহায় নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা, আইনি, পুলিশ, মনোসামাজিক কাউন্সেলিং, পারিবারিক বিরোধ নিরসনে সালিশি বা মধ্যস্থতা, জীবিকা নির্বাহে প্রশিক্ষণ, পুনর্বাসন , ডিএনএ পরীক্ষা সংক্রান্ত তথ্য ও করণীয় সহয়তাসহ নানা সেবা প্রদান করাই মূলত এর কাজ।
নানা প্রতিবন্ধকতার মধ্যেও শেরপুরে চালু হওয়ায় নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছে ওসিসি। নির্যাতনের শিকার হওয়া নারী ও শিশুদের বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে শেরপুর জেলার ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জানা যায়, সম্প্রতি জাতীয় হেল্পলাইন নাম্বার ১০৯ থেকে ওসিসি'র কাছে ফোন আসে। ওসিসির তত্বাবধানে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে রক্ষা পায়। ঘটনার একদিন পর ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হয়ে অসহায় স্বজনদের নিয়ে ওসিসি-তে আসে সুষ্ঠু বিচারের আশায়।
শেরপুর ওসিসি ঐ স্কুল ছাত্রীর পক্ষে মামলা লড়তে তাৎক্ষণিক জেলা লিগ্যাল এইডের সহয়তায় অভিযুক্ত গ্রেফতার হয়ে এখন জেল হাজতে আছে। এমন অসংখ্য ঘটনায় ওসিসি এখন অসহায় নির্যাতিতদের কাছে পরিচিত একটি নাম।
সংস্থার রেকর্ড থেকে জানা গেছে, করোনা মহামারির শুরু থেকে চলমান সময়েও থেমে নেই শেরপুর ওসিসি সেবা। বিগত দেড় বছরে সরাসরি মামলার জন্য মোট আবেদন পড়েছে ৩৪৫ টি, মোট মামলা নিষ্পত্তি ৬৫ টি, বিকল্প পদ্ধতিতে সফল নিষ্পত্তি ২৮৩ টি, নথিজাত আছে ৮৩ টি, অপেক্ষামান ১০৩ টি, পরামর্শ প্রদান করা হয়েছে ৭৪২ জনকে এবং এডিআর এর ফলে বিচারাধীন বা চলমান মামলা নিষ্পত্তি হয়েছে ২৪২ টি। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয় ১৫৬ জন নারী ও শিশু, নারী ও শিশু ধর্ষণ ৮২টি, মানসিক ১০৫টি, বার্ণ ২ টি।
জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেল (ওসিসি)-এর প্রোগ্রাম কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, জেলা লিগ্যাল এইড অফিস, সরকারি-বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় এগিয়ে যাচ্ছে শেরপুরের কার্যক্রম।
ওসিসি এর প্রশংসা করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ লুৎফুল কবীর বলেন, নারী ও শিশু নির্যাতনের জটিল বিষয়গুলো জন্য শেরপুর ওসিসি'র মাধ্যমে লিগ্যাল এইড আইনগত ব্যাপক সাপোর্ট দিয়ে ন্যায় পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে অসহায় মানুষকে।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ বলেছেন, নির্যাতিত হয়ে আসা নারী ও শিশুদেও ন্যায় বিচার পেতে ও মানসিক অবস্থার উন্নতির জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভালো ভূমিকা রাখছে শেরপুর ওসিসি।
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।