পটুয়াখালী প্রতিনিধি
ইব্রাহিম হোসেন ফয়সাল
পটুয়াখালী বরিশাল মহাসড়কের শিয়ালী নামক স্থানে ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন ফয়সাল(২৪) নামে ভাড়ায় মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র ফয়সাল। এদিকে নিহত ফয়সালের মোটরসাইকেলে থাকা বরিশালের কাউনিয়ার সুজন (২২) নামের এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার বিকেলে নিহত ফয়সাল মহিপুর থেকে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যায়। বরিশাল থেকে রাতে ফেরার পথে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী নামক স্থানে পৌছালে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে ফয়সাল অচেতন হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। এ সময় এক এ্যাম্বুলেন্স চালক দেখতে পেয়ে আহতাবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে পুলিশ কে খবর দেয়। হাসপাতালেই ওই যুবকের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে নেয়া হয়েছে।
এদিকে নিহত ফয়সালের মোটরসাইকেলে থাকা বরিশালের কাউনিয়ার সুজন (২২) নামের এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর এলাকায় বলে জানান ওসি। হত্যাকাণ্ডের বিষয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়ে জেল খেটেছিলো। ধারণা করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।