comparemela.com


শ্রীপুর প্রতিনিধি
আগুনে বসতঘর পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে আগুনে ৪১টি বসতঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটে স্থানীয় ওসমান গণির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির মালিক ওসমান গণি জানান, তিনি স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে ৪১টি আধাপাকা ঘর নির্মাণ করে স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ঘরের ভাড়াটিয়ারা লকডাউনে ও ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় অধিকাংশ ঘরই ফাঁকা ছিল। শনিবার রাতে ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২.০২ মিনিটের দিকে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Sripur ,Bangladesh General ,Bangladesh ,Abu Jafar ,Osman Gani , ,Local Osman Gani ,Local Factory ,Inspector Saiful Baby ,Being Electrical ,ஸ்ரீபூர் ,பங்களாதேஷ் ,ஆஸ்மந் கனி ,உள்ளூர் தொழிற்சாலை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.