মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে করোনার ভয়াবহতা দমাতে পারেনি ঈদ উৎসব
করোনার ভয়াবহতা দমাতে পারেনি ঈদ উৎসবকে। মানিকগঞ্জে কোন বিনোদন কেন্দ্র নেই। তাই বলে আনন্দ তো থেমে থাকবে না। বৃহস্পতিবার ঈদের ২য় দিনে শহর থেকে গ্রামে সর্বত্রই লোকজনের দল বেধে ঘোরাঘুরি ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর ভিড় জমে বিভিন্ন সেতু, নদীর তীরসহ বিভিন্ন এলাকায়।
সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ শহরের বেইথা কালীগঙ্গা সেতুতে ভিড় করেছে নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের হাজার হাজার লোক। সাধারণ সময়ের চেয়ে অনেকগুণ বেশি লোক সমাগম হয়েছে। হরিরামপুর থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন আবুল হোসন (৫৫)। তিনি বলেন, কাল থেকে তো ঘরে বসে থাকতে হবে। তাই আজ বউ বাচ্চা নিয়ে বেড়াতে এসছি। করোনার বিষয়ে বলেন ভাগ্যে যা আছে তাই হবে।
বেউথা সেতুতে বেড়াতে আসা শহরের মিজানুর রহমান বলেন, এখানে যে চিত্র দেখলাম তাতে মনে হয় শুধু এখানকার লোকজনের ছোয়াতেই সারা দেশেই করোনা ছড়িয়ে যাবে।
লোকজনের চাপে দীর্ঘ সময় সেতুর উপর যানবাহন আটকে পড়ে। এছাড়া নদীতে ট্রলারে গাদাগাদি করে লোকজন দিনভর আনন্দ উচ্ছ্বাস করেন।
বেউথা সেতু ছাড়া বালিরটেক সেতু, তিল্লী সেতু, হরিরামপুর নদীর তীরসহ সর্বত্রই লোকে লোকারণ্য ছিল। তবে এতো লোকজনের সমাগম হলেও সচেতন করার জন্য কাউকে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।