কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে করোনায় নতুন করে (বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত) ১০৭ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯৩৬ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৩২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, হোসেনপুরে ২৩ জন, করিমগঞ্জে ৪ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ৭ জন, কটিয়াদীতে ২৪ জন, কুলিয়ারচরে ১ জন, ভৈরবে ৯ জন, নিকলীতে ১ জন ও বাজিতপুরে ৩ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ১৯, ২০ ও ২২ জুলাই (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে ২১ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০জনসহ মোট ৯০ জনের রেপিড এন্টিজেন টেস্টে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এ হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৩২ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৬৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৩৫ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৭৪ জন, হোসেনপুরে ১১৯ জন, করিমগঞ্জে ৫৩ জন, তাড়াইলে ৪১ জন, পাকুন্দিয়ায় ১৬২ জন, কটিয়াদীতে ২২১ জন, কুলিয়ারচরে ৪৩ জন, ভৈরবে ১৭৪ জন, নিকলীতে ১৭ জন, বাজিতপুরে ৭৪ জন, ইটনায় ৩১ জন, মিঠামইনে ২২ জন ও অষ্টগ্রামে ৪ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৭৭ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৫৮ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।