comparemela.com


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শাহপরীর দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে
কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল আমিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন আব্দুল আমিনের ছোট বোন রমিদা বেগম (২৮) ও ভাগিনা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছরা এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (২৪)।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। 
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম জানান, রাত আটটার দিকে বিদ্যুতের মেইন তার ছিড়ে আব্দুল আমিনের বসতবাড়ির টিনে পড়লে বিকট শব্দে  তাৎক্ষণিক পুরো বাড়িতে বিদ্যুতের স্পর্শ লেগে যায়। ওই সময় বাড়িতে অবস্থান করা সাত সদস্যের মধ্যে তিনজন দ্রুত বেরিয়ে পড়ে। আহত চারজনের মধ্যে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার জানায়, বাতাসে বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা বিদ্যুৎ বন্ধ রাখি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Maine ,United States ,Sabrang ,Chittagong ,Bangladesh ,Cox Teknaf ,Si Zaid Hassan ,Abdul Karim ,Abdul Amin ,Bmw ,Teknaf Headquarters Union ,Rural Power Association Teknaf ,District Sabrang Union ,Abdul Amin Homestead ,Abdul Amin Small ,Maine Her ,News Power ,மைனே ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,சாப்ரங் ,சிட்டகாங் ,பங்களாதேஷ் ,அப்துல் கரீம் ,அப்துல் அமின் ,பிஎம்டபிள்யூ ,மைனே அவள் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.