comparemela.com


পটুয়াখালী প্রতিনিধি
বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়
প্রতি বছরের ন্যায় এ বছরও সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত পরিচালনা করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি। 
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর, দুমকী, দশমিনা, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, শাবুপুরা, ঝিলনা, কলাপাড়ার  চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলা, পাঁচজুনিয়া গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় ও পশু কোরবানি করা হয়। তবে ঈদের জামাতে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক তেমন একটা পরিধান করতে দেখা যায়নি। নামাজ শেষে পশু কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন করে ২২ গ্রামের মানুষ। পরে ঈদ আনন্দে মেতে ওঠেন সকলে।    
বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি বলেন, আল্লাহর অশেষ রহমতে প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা পালন করছি। আমাদের সাথে জেলার ২২ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছে। নামাজ শেষে সকল মুসলিম উম্মার জন্য ও মহামারি থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Amirabad ,Chittagong ,Bangladesh ,Saudi Arabia ,Patuakhali ,Khulna ,Chandrapara ,Dhaka ,Badarpur ,Bangladesh General ,Saudi ,Khwaja Abdul Ghani ,Eid Adha ,Imam Mao ,Eid Azhar ,Headquarters District Badarpur Court Sharif Jami ,Badarpur Court Sharif Jami , ,Saudi Arab ,Eid Adha Friday Being ,Patuakhali Headquarters District Badarpur ,Water Lily ,Muslim For ,அமிராபாத் ,சிட்டகாங் ,பங்களாதேஷ் ,சவுதி அரேபியா ,கூழ்ந ,டாக்கா ,படர்பூர் ,சவுதி ,குவஜா அப்துல் கானி ,சவுதி அரபு ,தண்ணீர் லில்லி ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.