comparemela.com


নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার পাঁচ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা) করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। এর আগে করোনায় ১৯ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ২৪ জন, ১৭ জুলাই ১১ জন ও ১৬ জুলাই আরও ১৩ জন মারা হয়। 
গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনা সদর ধর্মসভা এলাকার আব্দুর রশিদ (৬৭), খালিশপুরের মোক্তার শেখ (৯০), মিয়াপাড়া এলাকার এটিএম আনিস জাহান (৫৬), গিলাতলা এলাকার সুশান্ত দত্ত (৫৫), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার দৌলতপুর পাবলা বনিকপাড়া রঞ্জন কুমার সাহা (৬০), সিটি মেডিকেল হাসপাতালে খুলনার বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০), রূপসার শাজাহান ফকির ((৬২), পিরোজপুর শেখপুর প্রিয়াঙ্কা (২৫), আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার রূপসা আইচগাতি জাহানারা (৬০), অলক রায় (৫৪), নড়াইল কালিয়ার কামাল মোস্তফা (৭২) ও খুলনা জেনারেল হাসপাতালে কচুয়া বাগেরহাট ফারজানা (৪৮) করোনায় মারা গেছেন। 
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩৭৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন।  
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৩৫১ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৫, সাতক্ষীরার ১, যশোরের ২ ও নড়াইলে ৬ জন করোনা শনাক্ত হয়েছেন।  
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Khulna ,Bangladesh ,Abdul Rashid ,Rupsha Jahanara ,July John ,Sushant Dutta ,Abu Nasser ,Sultan John ,Kumar Saha ,Kochua Bagerhat Farzana ,City Medical College Hospital ,Gazi Medical College Hospital ,Khulna Medical College ,Khulna Headquarters ,City Medical Hospital Khulna Point ,Abu Nasser Hospital ,Khulna Rupsha Jahanara ,Cirrus Roy ,Mirpur Kalia Plans Wireless ,Khulna General Hospital Kochua Bagerhat Farzana ,General Hospital ,Khulna Metropolis ,கூழ்ந ,பங்களாதேஷ் ,அப்துல் ரஷித் ,ஜூலை ஜான் ,சுஷாந்த் தத்தா ,குமார் சஹா ,நகரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,காஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,கூழ்ந மருத்துவ கல்லூரி ,ஜநரல் மருத்துவமனை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.