বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথে বিদেশী মদসহ গ্রেফতার এক
ভারতীয় অফিসার চয়েস (মদ) ২৩ বোতলসহ জালাল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে কিশোরগঞ্জের চারকান্দি বগারঢুবি গ্রামের মৃত ছাদিক মিয়ার ছেলে।
উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর এলাকার বিশ্বনাথ লামাকাজি রোড থেকে গতকাল রবিবার বিকেল ৩টায় গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস (মদ) উদ্ধার করে করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অরূপ সাগর গুপ্ত কমল ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হবে।
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।