নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৯টা) করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। যা গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়। জানা যায়, এর আগে ৯ জুলাই খুলনার চার হাসপাতালে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া ১৭ জুলাই ১১ জন, ১৬ জুলাই ১৩ জন ও ১৫ জুলাই আরও ১৯ জন মারা হয়।
গত ২৪ ঘন্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার জাহানারা (৬০), নবীজা (৭০), শিরোমনি এলাকার মীর আ. গফ্ফার (৯০), বাগেরহাট মোল্লাহাট চাঁন মিয়া (৬৫), হাফিজ শেখ (৫৭), যশোর ঝিকরগাছার মুক্তা (৩০), ঝিনাইদহের মহাম্মদপুর এলাকার হোসনেআরা (৫০) ও পিরোজপুর কাউখালি হাসি রানী (৫০), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার তেরখাদার দাউদ আলী তালুকদার (৮০), শিরোমনি এলাকার মাহমুদুর রহমান (৯১), কয়রা হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), যশোর সদর এলাকার রোজি (৬৫), আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার সুলায়মান (৮০), পাইকগাছার জমিরউদ্দিন (৭৫), যশোর শার্শার কুতুবুদ্দিন (৭৫) এবং খুলনা জেনারেল হাসপাতালে বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫) করোনায় মারা গেছেন।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৪০৮ জন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৮, সাতক্ষীরা ১, যশোর ২, নড়াইল ১ ও পিরোজপুরের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।