comparemela.com


কিশোরগঞ্জ প্রতিনিধি
কারখানা মালিকের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং কারখানার মালিকের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। শহরের রঙমহলের সামনের সড়কে আজ রবিবার বেলা ১১ টায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। কারখানা মালিকের গাফিলতি এবং অতি মুনাফার লোভ এর জন্য দায়ী বলে বক্তারা উল্লেখ করেন। তারা নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া, সদর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক, বাসদ নেতা সাজেদুল ইসলাম সেলিম, আসাদ আরভিং, এডভোকেট মাসুদ আহমেদ, খালেদা আক্তার প্রমুখ।
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Kishoreganj ,Rangpur ,Bangladesh ,Masud Ahmed ,Asad Irving ,Islam Salim ,Islam Shah ,District Communist Party ,Union Center ,Farmer Association ,Democratic Alliance ,Workers Party ,Abdul Baby Rumi ,Advocate Islam ,Shoes Islam Shah ,Union Center President Subject Islam ,Editor Nurul ,Advocate Masud Ahmed ,Outdoor Meters ,கிஷோறேகஞ்ச் ,ரங்க்பூர் ,பங்களாதேஷ் ,இஸ்லாம் ஷா ,தொழிற்சங்கம் மையம் ,உழவர் சங்கம் ,ஜனநாயக கூட்டணி ,தொழிலாளர்கள் கட்சி ,வழக்கறிஞர் இஸ்லாம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.