comparemela.com


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশুর হাট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, 'এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।'
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে গতকাল শনিবার দুপুরে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সাথে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন শাহ আলম। 
পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। 
কসবা থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, 'এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।'
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Kasba ,Bangladesh General ,Bangladesh ,Adampur ,Dhaka ,Comilla ,Chittagong ,Shah Alam ,Yunus Mia ,Anwar Hussein ,Comilla Medical College Hospital ,Union Adampur ,Kasba Upazila Health ,N Dhaka Medical College ,District Union Adampur ,Saturdayn Dhaka Medical College ,Hospital ,Moni Hussain ,கஸ்பா ,பங்களாதேஷ் ,ஆதம்பூர் ,டாக்கா ,கோமில்ல ,சிட்டகாங் ,ஷா ஆலம் ,யூனுஸ் மியா ,அன்வர் ஹுசைன் ,கோமில்ல மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,கஸ்பா அப்யாஸீல ஆரோக்கியம் ,மருத்துவமனை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.