comparemela.com


অনলাইন ডেস্ক
চরম বিদ্যুৎ সংকট পাকিস্তানে
পাকিস্তানে পাঞ্জাবের বেশ কয়েকটি প্রদেশে প্রায় ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের মধ্যে কাটাতে হচ্ছে নাগরিকদের। চরম বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লাহোর, মুলতান এবং গুজরানওয়ালাসহ শহরের বাসিন্দারা মাঠে নেমেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের দল রাস্তায় ভিড় করে, টায়ারে আগুন ধরিয়ে সড়ক পথ অবরোধ করে। 
নাগরিকরা বলছেন, লোধরান, বাহাওয়ালপুর এবং বাহাওয়ালনগরসহ পাঞ্জাবের বেশিরভাগ শহরে ছয় থেকে আট ঘণ্টা ধরে লোডশেডিং চলে, যেখানে এটি গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হয়। আর পাঞ্জাবের মুলতানের নবাবপুর রোড এবং গুজরানওয়ালার গন্ডলানওয়ালা চকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা গুজরানওয়ালা ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (জিইপিসিও) এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। তারা জানায়, ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে, লাহোরের প্রাদেশিক রাজধানীতেও মাঝে মাঝে লোডশেডিং চলছে, নাগরিকদের তীব্র গরম সহ্য করতে হচ্ছে বলে তারা আন্দোলন করছে। লাহোর ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (এলইএসসিও) কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে লেসকোর সীমানার মধ্যে অনির্ধারিত লোডশেডিং হচ্ছে।  
তবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারবেলা বাঁধে পানির অভাবের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস ও তেলের অভাব বিদ্যুৎ উৎপাদনকে প্রভাবিত করেছে। সূত্র: জিও নিউজ
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Lahore ,Punjab ,Pakistan , ,Power Center ,Power Ministry ,Power Company ,Pakistan Music ,Pakistan Punjab ,Electric Power Company ,Lahore Electric Supply ,Music Being ,Geo News ,லாகூர் ,பஞ்சாப் ,பாக்கிஸ்தான் ,பவர் மையம் ,பவர் அமைச்சகம் ,பவர் நிறுவனம் ,பாக்கிஸ்தான் இசை ,பாக்கிஸ்தான் பஞ்சாப் ,மின்சார பவர் நிறுவனம் ,லாகூர் மின்சார விநியோகி ,புவி செய்தி ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.