comparemela.com


নিজস্ব প্রতিবেদক
'বাগান বাড়ি' নাটকের দৃশ্য।
এবারই প্রথম ঈদুল আজহা উপলক্ষে সর্বাধিক ১৯ নতুন নাটক প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এর মধ্যে ১৪টি একক এবং ৫টি ৭ পর্বের ধারাবাহিক নাটক। প্রতিদিন রাত ৮টা ১০ মিনিট ও ১১টা ৫ মিনিটে দু'টি করে একক নাটক প্রচার হবে। 
ঈদের দিন প্রচার হবে রুমান রনির রচনা ও পরিচালনায় রাশেদ সীমান্ত, উর্মিলা শ্রাবন্তী কর, মাহা ও অলিউল হক রুমি অভিনীত ‘হাঁটা জামাই’ এবং আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা, হান্নান শেলী অভিনীত ‘পান সুপারী ভালোবাসা’। রচনা হিরন সোহেল, পরিচালনা: এস এম হামিদ সোহেল।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে সালাউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ অভিনীত ‘দেন মোহর’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মনিরুজ্জামান মনি, পরিচালনা অনন্য ইমন এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’। অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, নরেশ ভূইয়া প্রমুখ।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী মৌ, কচি খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। শৌর্য দীপ্ত সূর্যর রচনায় ও শাকিল আহমেদের পরিচালনায় ‘পেজগী নেকাব্বর’। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম, হান্নান শেলী প্রমুখ। 
ঈদের চতুর্থ দিন প্রচার হবে ‘সন্দেহ বিবি’। অভিনয়ে: মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, সুজাত শিমুল, স্নেহা প্রমুখ। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা মজিবুল হক খোকন। জাকির হোসেন উজ্জলের রচনায়, মনিরুজ্জামান মনি’র পরিচালনায়, নিলয় আলমগীর, টয়া প্রমুখ অভিনীত ‘ব্ল্যাক মেইল’।
 
ঈদের পঞ্চম দিন প্রচার হবে টিপু আলম মিলনের গল্পে সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায়  সজল, সারিকা সাবাহ প্রমুখ অভিনীত ‘বাবু’। রওনক হাসান, নাবিলা ইসলাম, তারিক স্বপন, হান্নান শেলী, নূরে আলম নয়ন প্রমুখ অভিনীত ‘গরীবের সুন্দরী বউ’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মমর রুবেল ও পরিচালনা বর্ণনাথ।
ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘ঢাকাইয়া মাইয়া’। মির্জা রাকিবের রচনায় ও সাদেক সিদ্দিকীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, মৌমিতা মৌ, সাগর সিদ্দিকী, সুভা প্রমুখ। 
ঈদের ৭ম দিন প্রচার হবে আগুন আহমেদের রচনায়, ফেরারী অমিতের পরিচালনায় ‘তালাকনামা’। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, উর্মিলা শ্রাবন্তী কর, শেলী আহসান, আশরাফুল আশিস প্রমুখ। ৭ম দিন ঈদ আয়োজনের সর্বশেষ নাটক হলো  ‘ডিভোর্সী বউ’। শাওন, সারিকা সাবা, শ্রাবন্তী সেলিনা প্রমুখ অভিনীত এ নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা শৌর্য দীপ্ত সূর্য।
ঈদের ৭ দিনের ঈদ আয়োজনে প্রচার হবে ৭ পর্বের ৫টি ধারাবাহিক নাটক। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘মজনু ভাই জিন্দাবাদ’। অভিনয়ে সজল, উর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, ডা. এ জাজ, অরিন, শফিক খান দিলু প্রমুখ। রচনা আহমেদ ফরুক , পরিচালনা কাজী সাইফ আহমেদ।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘রুপকথা’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন, সামিনা চৌধুরী, সাহাদৎ হোসেন, শিমরিন লুবাবা, শপ্তর্ষী, শামীম ভিস্তি প্রমুখ। রচনা ও পরিচালনা তারিক মুহম্মদ হাসান।
রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কোরবানীর বিরাট হাট’। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, শিরিন আলম প্রমুখ প্রমুখ। রচনা ও পরিচালনা এস এ হক অলিক। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘বাগান বাড়ি’। অভিনয়ে জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, আরফান, সাজু খাদেম, নাদিয়া নদী, সঞ্চিতা দত্ত, তারিক স্বপন, আমিন আজাদ প্রমুখ। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল।
রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রবাসী টাকার মেশিন’। অভিনয়ে ফজলুর রহমান বাবু, রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, ডা. এজাজ, শেলী আহসান প্রমুখ। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্যে ইউসুফ আলী খোকন, পরিচালনা আল হাজেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Milan ,Lombardia ,Italy ,Suva ,Central ,Fiji ,Ferrari Amit ,Faruk Ahmed ,Kochi Kh ,Hannan Shelly ,Sm Hamid Sohail ,Sarika Sabah ,Khan Dilu ,Tariq Muhammad Hassan ,Eid Adha ,Mirza Rakib ,Zakir Hussain ,Ashraful Ashish ,Mukit Zakaria ,Rawnak Hassan ,Kazi Saif Ahmed ,Sea Siddique ,Mir Shabbir ,Zahid Hasan ,Sarika Saba ,Shelly Ahsan ,Tariq Swapan ,Anisur Rahman Milon ,Salauddin Lavlu ,Farzana Rikta ,Shakeel Ahmed ,Sadeq Siddique ,Hiran Sohail ,Alam Milan ,Eid Summer ,Being Summer ,Ruman Rony ,Press Alam Milan ,Blackmail ,Light Alam ,Manage Kazi Saif Ahmed ,மிலன் ,லோம்பார்டியா ,இத்தாலி ,சுவா ,மைய ,ஃபிஜி ,சரிக்க சபா ,ஜாகிர் ஹுசைன் ,ஜாஹித் ஹசன் ,அணிசூர் ரஹ்மான் மிலன் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.