comparemela.com


পিরোজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল ইসলাম (১৮) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। বুধবার বিকালে উপজেলার চিরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কাউখালী উপজেলার চিরাপাড়া গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রেজাউল বুধবার বিকালে বুইসলামিয়া কমপ্লেক্স মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের উপরে লোহার রড নামাতে ওঠেন। সেখানে ভারসাম্য না রাখতে পাড়ায় লোহার রড পাশের বিদ্যুতিক তারের ওপরে পড়লে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
ইসলামিক কমপ্লেক্সে মাদ্রাসার কর্মচারী আলমগীর হোসেন জানান, বিকালে কমপ্লেক্স মাঠে ফুটবল খেলা ছিল । মাঠে জমে থাকা পানি  পাইপ দিয়ে বের না হওয়ায় রেজাউল ছাদে রড আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে। 
এ বিষয়ে কাউখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Pirojpur ,Barisal ,Bangladesh ,Kawkhali ,Israel ,Junaid Ahmed , ,Whether Kawkhali ,Ink Islam ,Kawkhali District ,Shoes Islam ,Fink Wednesday ,Complex Madrasa ,Islamic Complex Madrasa ,பைரோஜ்பூர் ,பாரிசல் ,பங்களாதேஷ் ,இஸ்ரேல் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.