অনলাইন ডেস্ক
ইরাকে এক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালের এই আগুনের সূত্রপাত হয়। খবর আল-জাজিরার।
দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে আরও অন্তত ২২ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে কোভিড আইসোলেশন ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
তবে প্রদেশের স্বাস্থ্য বিভাগ বলছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত। মাত্র তিন মাস আগেই আল হুসেইন হাসপাতালে নতুন কোভিড ওয়ার্ডটি চালু করা হয়। ওই ওয়ার্ডে ৭০টি বেড রয়েছে।
হাসপাতাল ভবন নির্মাণেও দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে।
ইরাকে তিন মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো হাসপাতালের কোভিড ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
এর আগে, এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।