comparemela.com


অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় খুলনার পৃথক ৪টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে। 
মারা যাওয়া ১৯ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (১২ জুলাই) খুলনায় ১৭ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিলো এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Khulna ,Bangladesh ,Sheikh Abu Nasser ,Khulna Medical College Hospital ,Gazi Medical College Hospital ,Khulna Hospital ,Hospital John ,Sheikh Abu Nasser Hospital ,Khulna General Hospital ,கூழ்ந ,பங்களாதேஷ் ,ஷேக் நாசர் ,கூழ்ந மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,காஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,கூழ்ந மருத்துவமனை ,மருத்துவமனை ஜான் ,கூழ்ந ஜநரல் மருத்துவமனை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.