comparemela.com


অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
ছবির স্বার্থে চেহারা পাল্টে ফেলার নজির সৃষ্টি করেছেন এর আগে অনেকেই। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এবার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা।
ছবির প্রয়োজনে দৈহিক কাঠামো পরিবর্তন করতে অভ্যস্ত অভিনেতারা। কখনো ওজন কমাতে হয়তো কখন আবার ওজন বাড়াতে হয়। এবার অক্ষয় কুমার তার আগামী ছবির জন্য ওজন বাড়ালেন। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এবার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা। কারণ তার মায়ের হাতের ভালোমন্দ রান্না খেয়েই নাকি এই ওজন বৃদ্ধি!
আনন্দ এল রাইয়ের ছবি ‘রক্ষা বন্ধন’-এর জন্য ৫ কেজি ওজন বাড়াতে হয়েছে অক্ষয়কে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এর আগে ‘বেল বটম’ ছবির কাজ চলাকালীন ছিপছিপে চেহারায় ছিলেন অভিনেতার। তারও আগে ‘সূর্যবংশী’র জন্য ৬ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে। গত জুনে ‘রক্ষা বন্ধন’ ফ্লোরে যাওয়ার পর থেকেই ওজন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন অক্ষয়। তবে এক্সারসাইজ বা ট্রেনারের পরামর্শ নিয়ে নয়, সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়িয়েছেন অভিনেতা। 
নিজের ভোলবদল নিয়ে অক্ষয় বলেছেন, ‘‘মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়েছি! এটাও এক রকম আশীর্বাদ,’’। 
ভাইবোনদের নিয়ে গল্প ‘রক্ষা বন্ধন’-এর থিম। ছবিটি অক্ষয় তাঁর বোন অলকাকে উৎসর্গ করেছেন। ‘‘আমার জীবনের প্রথম বন্ধু অলকা। ওর সঙ্গেই ছোটবেলার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি,’’ বলেছেন অক্ষয়। ছবিতে তাঁর বোনেদের চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রীদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

I Akshay Kumar , ,Akshay Kumar Her ,Image Akshay His ,Anandabazar Patrika ,ஆனந்தபஜார் பத்திறிகா ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.