comparemela.com


ফরিদপুর প্রতিনিধি
চলমান লকডাউন সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছে হাইওয়ে পুলিশ। এরই অংশ হিসাবে হাইওয়ে পুলিশ ফরিদপুরের বিভিন্ন স্থানে ১০টি চেকপোষ্ট বসিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও  হাইওয়েজুড়ে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। 
লকডাউনের শুরু থেকেই হাইওয়ে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করছে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত সাইনবোর্ড পয়েন্টে হাইওয়ে পুলিশের বিশেষ একটি টিম ফরিদপুর জেলায় প্রবেশকৃত সকল প্রকার যানবাহন চেকিং করছে। যে সকল যানবাহন সরকারি বিধি না মেনে চলাচল করছে সেই যানবাহন চালক ও মালিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
ফরিদপুর হাইওয়ে সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. নুরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সহকারি পুলিশ সুপার মো. নুরুল ইসলাম সিদ্দিকী জানান, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মো. হামিদুল আলম (বিপিএম, পিপিএম) মহোদয়ের নির্দেশনায় হাইওয়ে সার্কেলের অন্তভুক্ত ৮টি ইউনিটের সদস্যরা ১০টি চেকপোষ্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।' 
তিনি আরও বলেন, 'করোনাকালীন সময়ে জনসাধারণকে গণপরিবহনে চলাচল অনুৎসাহিত করা এবং জীবন রক্ষার্থে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য জনগণকে ঘরমুখী রাখতে সকল পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নে কাজ করছে হাইওয়ে পুলিশ সদস্যরা।' 
 
 
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Dhaka ,Bangladesh ,Islam Siddique ,Police Super ,Highway Police Satelite Region Super ,Police Faridpur ,A Team Dhaka District ,Highway Police ,Place Check Post ,Steam Special ,Team Dhaka District ,Legal Law ,Dhaka Highway Circle ,Highway Circle ,Check Post ,Instructions For ,டாக்கா ,பங்களாதேஷ் ,போலீஸ் அருமை ,போலீஸ் பாறிட்புர் ,நெடுஞ்சாலை போலீஸ் ,அணி சிறப்பு ,சட்டப்பூர்வமானது சட்டம் ,நெடுஞ்சாலை வட்டம் ,காசோலை போஸ்ட் ,வழிமுறைகள் க்கு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.