comparemela.com


অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার (৯ জুলাই) রাশিয়া থেকে পরিচালিত সাইবার ক্রাইমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকার জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র 'প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা নেবে।' অব্যাহত সাইবার হামলা থেকে জনগণ এবং জরুরি অবকাঠামো রক্ষায় যুক্তরাষ্ট্র যে কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এতে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশ প্রভাবিত হচ্ছে। রাশিয়া থেকে সাইবার হামলা চালানো অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে রাশিয়ার ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বাইডেন।
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

United States ,Russia ,White House ,District Of Columbia ,Vladimir Putin ,Joe Biden ,Cyber Crime ,For Russia President Vladimir Putin ,Cyber Assault ,Cyber Assault Run ,Russia Law ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,ரஷ்யா ,வெள்ளை வீடு ,மாவட்டம் ஆஃப் கொலம்பியா ,விளாடிமிர் புட்டின் ,ஓஹோ பிடென் ,சைபர் குற்றம் ,ரஷ்யா சட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.