comparemela.com


অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ভারতে আবারও বাড়ল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর উদ্বেগ বাড়িয়ে ফের হাজারের গণ্ডি পার হলো।
শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৭৩৮ জন আক্রান্ত মারা গেছেন।
এ সময় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৬৬ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তবে দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও সক্রিয় রোগীর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন করোনার আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া দৈনিক টিকাকরণ হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।
১ জুলাইয়ে মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৫ জন মারা গিয়েছিল। তারপর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নিচেই ছিল। তবে গত ২৪ ঘণ্টায় ফের তা ঊর্ধ্বমুখী হলো। 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত দেশটির ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৮ হাজার ৯৩০ জন এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৫৪২ জন।
বিডি প্রতিদিন/কালাম
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

India , ,Country Health Ministry ,India Central Health Ministry ,Health Ministry ,Report John ,July Ministry ,இந்தியா ,நாடு ஆரோக்கியம் அமைச்சகம் ,ஆரோக்கியம் அமைச்சகம் ,அறிக்கை ஜான் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.