comparemela.com


অনলাইন ডেস্ক
ফাইল ছবি
গণতন্ত্রপন্থী জিমি লাই প্রতিষ্ঠিত হংকংয়ের অ্যাপল ডেইলি সংবাদপত্রটি গত ২০ জুন বন্ধ ঘোষণা করা হয়। সংবাদপত্রটির ওপর বাক স্বাধীনতা লঙ্ঘন করার অজুহাতে আক্রমণের ইঙ্গিত দিচ্ছে চীন।
চীনা কমিউনিস্ট পার্টির সমালোচনা করার কারণে গত বছরের ১০ আগস্ট লাইকে গ্রেফতার করে ২০ মাসের কারাদণ্ড দেয় হংকং পুলিশ। এরইমধ্যে হংকংয়ের রেডিও-টেলিভিশনগুলো নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যাতে তাদের সংবাদ সরকারি বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ হয়। এছাড়াও অনুসন্ধানী প্রতিবেদন করায় একজন সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছিল।  
এদিকে, বিদেশি গণমাধ্যম সংস্থাগুলো তাদের সংবাদদাতাদের জন্য ভিসা পেতে সমস্যায় পড়েছে। বেইজিং-আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে, চীনা কর্তৃপক্ষ হংকং-এ স্বাধীন প্রচার মাধ্যমের গলা চেপে ধরা এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতা রহিত করার জন্য মুখিয়ে আছে। তবে হংকং সরকারের প্রধান ক্যারি ল্যাম জোর দিয়ে বলেছেন, এই আইন 'স্বাভাবিক সাংবাদিকতাকে' প্রভাবিত করবে না।  
অ্যাপল ডেইলি বন্ধ করা কেবল সময়ের ব্যাপার ছিল। এর প্রতিষ্ঠাতা জিমি লাই এক বছর আগে নিউ ইয়র্ক টাইমসের একটি মতামত নিবন্ধে তার নিজের গ্রেপ্তারের আশঙ্কা ব্যক্ত করেছিলেন। তিনি হংকংয়ে চিন্তা ভাবনা এবং মত প্রকাশের স্বাধীনতা ক্রমাগত সঙ্কুচিত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।  
জাপান টাইমস একটি সম্পাদকীয় অংশে লিখেছে, লাই, অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের গ্রেফতার এবং পত্রিকা বন্ধ করে দেওয়া কেবল হংকং-এর একটি যুগের সমাপ্তির ইঙ্গিত দেয় না, বরং সমস্ত বিশ্বকে চীনা নেতৃত্বের প্রবৃত্তি এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে। চীন তার সমালোচকদের যে কোন উপায়ে চুপ করিয়ে দেবে। 
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

New York ,United States ,China ,Japan ,Hong Kong ,Chinese ,Jimmy Lai ,Express ,Hong Kong Police ,Apple Daily ,Visa ,National Security ,Chinese Communist Party ,Hong Kong Apple Daily ,For Visa ,National Security Act ,Hong Kong Independent ,New York Times ,Japan Times ,China Her ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,சீனா ,ஜப்பான் ,ஹாங் காங் ,சீன ,ஜிம்மி லாய் ,எக்ஸ்பிரஸ் ,ஹாங் காங் போலீஸ் ,ஆப்பிள் தினசரி ,விசா ,தேசிய பாதுகாப்பு ,சீன கம்யூனிஸ்ட் கட்சி ,ஹாங் காங் ஆப்பிள் தினசரி ,க்கு விசா ,தேசிய பாதுகாப்பு நாடகம் ,புதியது யார்க் முறை ,ஜப்பான் முறை ,சீனா அவள் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.