অনলাইন ডেস্ক
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৮৩ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৬৩ হাজার ৬৯৬ জন। এইদিন করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫১০ জন এবং উপজেলায় ২৭৩ জন। এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এরমধ্যে ৮ জন উপজেলায় এবং ২ জন নগরে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।