চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা হলো ১২৫।
এদিকে বুধবার ৫১৫টি নমুনা পরীক্ষায় জেলায় রেকর্ড ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাতেহ আকরাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চলমান কঠোর লকডাউনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা অজুহাতে বাইরে আসছেন সাধারণ মানুষ। কঠোর লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে আছেন।
বিডি প্রতিদিন/ফারজানা
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।