comparemela.com


মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় গত কয়েকদিন ধরে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে ইমিগ্রেশন বিভাগ ও পুলিশের যৌথ চিরুনি অভিযান। এ অভিযান গতকাল শনিবার দামানসারা এইচটিভি টোল এলাকার পাশে নির্মানধীন উঁচু ভবনে পরিচালনা করা হয়। অভিযানের সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোহেল রানা নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।  
এসময় আইনশৃঙ্খলা বাহিনী ভবনটির প্রধান ফটকে আসলে দ্রুত খবর ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকরা আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করেন। এদের মধ্যে সোহেলও ভবনের নিচ তলা থেকে ৩০ তলায় উঠেন আত্মরক্ষার জন্য। পরে পুলিশ ও ইমিগ্রেশন চলে গেলে ৩০ তলা থেকে নেমে পানি পান করার সাথে সাথে মৃত্যুবরণ করেন সোহেল। 
বৈধ কাগজ না থাকায় মৃত সোহেল রানার ঠিকানা সংগ্রহ করতে বেগ পেতে হয়েছে। সোহেল রানার ভিসা না থাকায় শরীয়তপুরের এক বন্ধুর ভিসার কপি ব্যবহার করে এই প্রজেক্টে কাজ করত। পরবর্তীতে অনেক খোঁজ খবর নিয়ে জানা যায় সোহেল রানার বাড়ি চাঁদপুর জেলায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি ।
নির্মানাধীন ভবনে সোহেল রানার সাথে আরও কাজ করতেন জায়েদুল ইসলাম। সোহেল রানার মৃত্যু ও ইমিগ্রেশন অভিযান সম্পর্কে সত্যতা যাচাই করতে জায়েদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, 'গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক সকাল ১১.৪০ মিনিটে আমাদের প্রজেক্টে ইমিগ্রেশন পুলিশ অভিযানে আসলে খবর পেয়ে আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাই। আমাদের সাথে থাকা সোহেল রানা ও কয়েকজন দৌড়ে ৩০ তলার উপরে উঠেন।
তিনি আরও জানান, 'ইমিগ্রেশন মেইন গেইটে ১৫/২০ মিনিট অবস্থান করে চলে যায়। এসময় সোহেল রানা ও কয়েকজন সেই ৩০ তলা থেকে নিচে নেমে আসে পায়ে হেঁটে। ৩য় তলায় কেন্টিনে এসে পিপাসা মেটাতে পানির বোতল ক্রয় করেন। ২য় তলায় বাসার সামনে এসে পানি পান করার সাথে সাথে বমি করা শুরু করলে ওখানেই মৃত্যু হয় তার। পরবর্তীতে নিকটস্থ পুলিশ স্টেশন থেকে পুলিশ এবং ডাক্তার এসে চেক করে মৃত ঘোষণা করে লাশ নিয়ে যায়।'
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Malaysia ,Maine ,United States ,Bangladesh ,Sohail Rana ,Immigration Police ,Visa ,Immigration Category ,Building Manage ,Search News ,Available Sohail ,Report Text ,Building Sohail ,Saturday Local ,Maine Gate ,மலேசியா ,மைனே ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,பங்களாதேஷ் ,ஶ்ல் ராணா ,குடியேற்றம் போலீஸ் ,விசா ,குடியேற்றம் வகை ,தேடல் செய்தி ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.