comparemela.com


বরগুনা প্রতিনিধি
রাজধানীর মিরপুর থেকে অপহরণের ১০ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হাসানের (রাজু)। জাহিদ হাসান রাজুর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে।
জাহিদ মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে মিরপুরে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় ২/৩ জন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।
আজ রবিবার বরগুনা প্রেসক্লাবে জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম এবং স্ত্রী হাফসা আক্তারসহ পরিবারের সদস্যরা তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা জানান, রাজুকে মুক্তি দিতে অপহরণকারীরা ইতোমধ্যে কয়েকবার তাদের কাছে টাকা দাবি করেছেন। তারা বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকাও নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা। 
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম বলেন, ছেলের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান পায়নি। 
বিডি প্রতিদিন/আবু জাফর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Barguna ,Barisal ,Bangladesh ,Mirpur ,Bangladesh General ,Hafsa Akter ,Abu Jafar ,Zahid Hasan Raju ,District Union ,Ju University Masters ,Press Zahid Hasan Raju ,பாரிசல் ,பங்களாதேஷ் ,மிற்புர் ,ஹஃப்ஸா அக்டேர் ,மாவட்டம் தொழிற்சங்கம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.