অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
ভিসার স্টিকারই এবার চুরি হয়ে গেল দূতাবাসের লকার রুম থেকে। অবাক করার মতোই এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে ইতালির দূতাবাসে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে ৷ জানা গেছে, প্রায় ১০০০টি শেনগেন ভিসার স্টিকার চুরি গিয়েছে ইসলামাবাদে ইতালির দূতাবাসের লকার রুম থেকে।
এই ঘটনায় হতবাক প্রত্যেকেই। চুরি যাওয়া ৭৫০ স্টিকার ভিসার নম্বর
ITA041913251-ITA041914000-এর মধ্যে এবং বাকি ২৫০টি ভিসার স্টিকার নম্বর
ITA041915751-ITA041916000-এর মধ্যে। বিশ্বের সবচেয়ে বেশি শেনগেন ভিসা বাতিল হওয়া দেশগুলির তালিকায় ১১ নম্বরে রয়েছে পাকিস্তান।
আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি পাকিস্তানেরও শেনগেন ভিসা রিজেকশনের রেট অনেক বেশি। পরিসংখ্যান বলছে, চলতি ২০২১ সালের এখনও পর্যন্ত ৪৩.৫ শতাংশ শেনগেন ভিসা বাতিল হয়েছে পাকিস্তানিদের। তবে ভিসার স্টিকার চুরির ঘটনা সত্যি ন্যাক্কারজনক। এর সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি।
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।