comparemela.com


অনলাইন ডেস্ক
সহযোগিতা অব্যাহত রাখা বা না রাখা কিংবা সাময়িক চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এমনটাই জানিয়েছেন।
গতকাল সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সাঈদ খাতিবজাদে আরও বলেন, ইরান ভিয়েনা সংলাপের ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে। পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে কিনা- তা দেখার পর তেহরান তার সিদ্ধান্ত নেবে।
ইরান বলছে, আমেরিকা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে। অন্যদিকে আমেরিকা বলছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে। 
তবে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ওয়াশিংটনকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ভিয়েনা সংলাপে মতপার্থক্যের এই জায়গাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

United States ,Vienna ,Wien ,Austria ,Iran ,Tehran , ,Power Agency ,International Atomic Energy Agency ,Iran Foreign Ministry ,Monday Tehran ,Iran Vienna ,View For ,Tehran Her ,United States Tehran ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,வியன்னா ,வீந் ,ஆஸ்ட்ரியா ,இரண் ,தெஹ்ரான் ,இரண் வெளிநாட்டு அமைச்சகம் ,திங்கட்கிழமை தெஹ்ரான் ,பார்வை க்கு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.