comparemela.com


পিরোজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
পিরোজপুরের ইন্দুরকানীতে কুয়েত প্রবাসী দুই ভাইকে পিটিয়ে আহত ও টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যনের দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে ইন্দুরকানী থানায় এ মামলা দায়ের করা হয়।
জানা গেছে, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পত্তাশী গ্রামের আনিচ আলী হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে । রবিবার রাতে আনিচ হাওলাদারের কুয়েত প্রবাসী দুই ছেলে আল মামুন রুবেল (৩৪) ও আল মুনাল সোহেল (৩২) পত্তাশী বাজারে গেলে হামলার শিকার হন। মোয়াজ্জেম হাওলাদারের ছেলে মুন আল হাসান (২১)ও ওমর হোসেন সানি (২৬)লোকজন নিয়ে রুবেল ও মামুনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে অভিযোগ করা হয় । এ সময় রুবেল ও মামুনের সাথে থাকা টাকাও ছিনিয়ে নেওয়া হয়। আহতাবস্থায় দু’ভাইকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় আনিচ আলী হাওলাদার বাদী হয়ে চেয়ারম্যানের দুই ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে সোমবার থানায় মামলা করেন।
এ বিষয় ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জোম হোসেন জানান, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। বড় কোনও ঘটনা ঘটেনি। 
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির হামলা ও ছিনতাইয়ের অভিযোগে চেয়ারম্যানের ছেলেদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Kuwait ,Al Hassan ,Ali Howlader ,Al Sohail ,Moazzam Howlader ,Moazzam Hussein ,District Union Council ,Whether Kuwait ,District Union Council Chairman ,Howlader Kuwait ,Moon Al Hassan ,Omar Hussain Sunny ,Health Complex ,குவைத் ,அல் ஹாசன் ,அலி ஹவுலேடர் ,ஆரோக்கியம் சிக்கலான ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.