অনলাইন ডেস্ক
হায়ার বাংলাদেশে তাদের প্রথম ‘স্টেট অফ দ্যা আর্ট’ কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন করলো।
সম্প্রতি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি: ওয়াং শিয়াংজিং, প্রেসিডেন্ট মি: শানিউর টি আই এম নবী, উর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা।
হায়ার তাদের বাংলাদেশের কাস্টমারের কথা বিবেচনায় এবং সর্বোচ্চ সেবা দানের লক্ষ্যে মিরপুর, ঢাকায় এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় শো-রুম এবং সার্ভিস সেন্টার চালু করা হবে।
ক্রেতাদের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবাদানে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ঢাকাতে ডোর-টু-ডোর গ্রাহকসেবা চালু করেছে ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।